।।হে বাঙালি।।
দেবপ্রসাদ জানা
  ২১.২.২০২১


হে বাঙালি ভুলিও না,তুমি মূর্খ নও।
তব ঝুলিতে নোবেল রয়েছে,ভাষায় -
তুমি দরিদ্র,কাঙাল,অর্থহীন তবু
অর্থনীতির নিরিখে,নোবেল তোমার।
জ্ঞানরত্নের সম্ভার,আজ অফুরন্ত।
বিদ্যা শিক্ষায় পেয়েছ,বিশ্বের সম্মান।
হে দরিদ্র বঙ্গবাসি,তুমি বিশ্বনীতি।
হে বাঙলাভাষী বীর,বিভেদ বিদ্বেষ
ত্যাগ করো,ধর্মবর্ণ, নির্বিশেষে
সাহস অবলম্বন করো,ধৈর্য্য ধরো
তোমার রক্ত,তোমার ভাষা,মুক্ত হবে।
সদর্পে ডাকিয়া বলো,তুমি বাংলাভাষী।