রাস্তায় রাস্তায় পড়ে আছে লাস
লাল লাল রঙে ভরা তাদের গা
কোথাও পোড়া মাংসের গন্ধ
কোথাও কালো ছাই
কোথাও এখনো জ্বলছে আগুন
কোথাও ভাইরাস করোনা ভরা ফাগুন।
কোথাও ডেঙু তে মৃত পরিজন
ফুটপাতে অনাহারে শিশু
অলিতে গলিতে লড়াই
হিংসা বিদ্বেষ
কোথাও রঙের লড়াই
কোথাও ধর্মের-
এর মধ্যে কোকিলের গান
এর মধ্যে আবিরে স্নান
আকাশে ফাগুন মেঘে রামধনু
পলাশের গায়ে লেগেছে রঙ
বাতাসে উড়ছে আবির
বসন্ত এলো ভয়ে ভয়ে
গুটি গুটি পায়।
হোলি হে...