কাটতে কাটতে এমন টুকরো করে ফেলেছ,
যেআর ছুরি চালানোর জায়গা নেই।
কাটবে কি?
আমি রূদ্ধবাক, প্রস্তরখণ্ড।
হাত নয়,মাথা নয়
সুধু হৃদয়টাকে
কেটে টুকরো করে ফেললে এত?
আমি তো তোমার হৃদয় চাই নি,
আমারটাই দিয়ে ছিলাম তোমায়।
একরাশ ভালোবাসায় ভরা
একটা ফুটন্ত গোলাপের মতো
হৃদয়-
রক্তিম ফাগুনে ভরা লাল রক্ত।
পলাশ ফুলের লাল,
জবা ফুলের লাল,
মায়ের পায়ের লাল আলতা
সব ছিল তাতে।
তোমার ঐ ছুরিটার বুক লাল রঙে ভরাতে,
আমার হৃদয় টুকরো করে,
বসন্তের হোলি খেললে?
===