হৃদয় মাঝারে
দেবপ্রসাদ জানা


হৃদয় মাঝারে তারে,রেখেছি লুকিয়ে।
রূপালী আলোয় যারে,দেখেছি একদা।
মনস্তাত্ত্বিক আলোকে,রেখেছি ভরিয়ে।
বোধিবৃক্ষের আঙিনা,সাজানো সর্বদা।


আকাশ মেঘের সাথে একি আচরণ।
চাঁদ যেথা গুপ্ত রাখে,রূপালী জোছনা।
মেঘেরা শিউরে উঠে,করেছে রোদন।
হৃদয়ের যন্ত্রণা যে,দেখতে চায় না।


জীবনে সঞ্চিত থাকে,দুখের পাহাড়।
প্রশ্বাসের গভীরতা বুঝেছে কজন?
অবাক হয়েছি দেখে,অকালে আঁধার।
চোখে চোখ রেখে বুঝি,কতটা আপন।


জীবন চিহ্নিত করে,হিসেবি বার্ণিক।
তারে বার্তা দিয়ে গেছে,ব্যাথিত প্রেমিক।