শীতের রৌদ্র
আমোদ করে ভারি
গাছের ফাঁকে।


সোনায় ভরা
হলুদ সর্ষে ক্ষেত
দোলায় মাথা।


জোড়া শালিক
ঝগড়া করে চালে
মিঠে বৈকালে।


নব যৌবনে
চঞ্চল আঁখি খোঁজে
বিষন্ন মনে।


মৌমাছি খোঁজে
পরাগ মেখে গায়
ফুলের তরে


বাদল নামে
দূর সে ময়দানে
ঘন বরষা।


ঐ যে রানার
দূর দূর গেরামে
পায়ে ঘুঙুর।


উঠে নিশিথে
বেদনার ক্রন্দন
নীল আকাসে


মোচড়ে দেয়
থেকে থেকে অন্তরে
প্রেম যন্ত্রনা


মাঝির মন
সাঁতার কাটে নদে
দাঁড় টানিয়া।


বৌদির বোন
চাঁপা ফুলের গন্ধ
মন চঞ্চল