ইচ্ছে করে তোমার গায়ে
হাত দিই, যখন তুমি
ভিড় বাসে -আসবে
ইচ্ছে করে শাড়ির আঁচলটাকে ধরি
যখন তুমি বাসের লাইনে হাসবে।
বলবে তুমি খারাপ আমি
অভদ্র !
ইচ্ছে করে মনে,
জড়িয়ে ধরার কথা -
মুখ বলি না যে।
কি বলবে তুমি?
আর পারি না যে।
এমনভাবে জড়িয়ে ধরি
মনে -
যেন হারিয়ে যাওয়া প্রান পেয়েছি কাছে।
কতদিন তো হলো দেখিনি তোমায়
আজো।
ভিড়ের মধ্যে ভিখারী সেজে
ভিক্ষে চাওয়ার ছলে
পায়ে হাত দিয়ে বলি -
খাওয়া হয়নি সারাদিন।
তখন তুমি পারবে কি?
এমনভাবে চেয়ে থাকতে?
ঘুরতে ঘুরতে স্বর্গ থেকে নরক।
মানুষ সেজে,
মানুষের মতো করে ঘুরছি অহেতুক।
ভদ্র সেজে অভদ্র হই যদি তখন-
তখন কাকে তুমি ধরবে?
মনের মধ্যে কু-স্বভাবটা যদি
হঠাৎ আসে ধেয়ে,
পারবে আমায় ঠেকাতে।
নাকি-প্রকাশ না করে
কাঁদবে বসে ঘরে।
নাকি আসল মানুষ,
না নকল মানুষ ভাববে।
একই মানুষ একই নামে চেনো।
মানুষ আছে, মানুষের মধ্যে
অসাধু তার মন।
নারীর কাছে প্রকাশ হলে
অভদ্র জনগন।
খুঁজতে খুঁজতে সারা হবে।
আসল মানুষটিকে।
আমার গাছের আমার ফুল
ছেঁড়ার নেশায় কেন আকুল।
কেউ কি জানে তা।


======