।।যে পাগলটা।।
দেবপ্রসাদ জানা
    ১০.৬.২০২০


যে পাগলটা রাস্তায় ঘুরছে,সেকি উলঙ্গ হাঁটছে?
সেও তো পরে আছে লজ্জা ঢাকার বস্ত্র।
তবে আমরা কেন উলঙ্গ হচ্ছি?
আমাদের ভেতরে যে একটা পশু বাস করে
তার বার্তা কেন ঐ জঙ্গলকে দিচ্ছি।
জীবনের বহু বাঁক ঘুরে মনের কোনো এক কোনে
যে সভ্যতা বভ্যতার মানবিকতার পারদ ছিল উর্ধ্বমখী।
তা একেবারে যে তলানিতে ঠেকেছে তার প্রমাণ
মানুষই দিল।
খিদে পেলে মানুষ কি না করে।
চুরি ডাকাতি মারামারি টানাটানি খুন ও করে ফেলে।
আর একটা অবলা বিশালাকার সৌন্দর্য।
সবুজের সাথি। আদরের হাতি, তাও সম্ভাব্য মা।
ক্ষিদের জ্বালা সহিতে না পেরে তোমাদের দ্বারে
ভিক্ষের ঝুলি নিয়ে এসেছিল।
সন্তান কে বলেছিল একটু দাঁড়া ওরা আমাদের খুব
ভালোবাসে।
কত কি দেবে দেখবি,
সন্তান ও মা শুঁড়ের ভিক্ষা পাত্র প্রসারিত করে
মৃত্যু তুলে নিল গলায়।
আনন্দে আত্মহারা, ক্ষিদের মুখে অগ্নিধারা
গিলতে হলো তাকে,সেই বেচারী মাকে।
ওরে ওরে পাষন্ড সব,
আনন্দে করিস কলরব
নদী বুকে হাতির শব।
দেখে যা রে কেউ,
চলে গেল যন্ত্রনায় চির সূর্যাস্তের দিকে।
পেটের ভিতর শিশুটি তার
বলেছিল শেষবার
মাগো এ কেমন দুনিয়াটার
মধ্যে তোমরা থাকো।