জবাব চাই
দেবপ্রসাদ জানা
   ১২.৬.২০২১


স্বপ্ন গুলো ভেঙে যাচ্ছে,এক এক করে।
চাঁদের পাহাড়ে আলো,ক্রমে কমে যাচ্ছে,
স্বপ্ন গুলো ঝরে যাচ্ছে,  ঝুর-ঝুর করে -
অকাল বোধনে,কত প্রাণ চলে যাচ্ছে।


সকালে ঝরে পড়ছে সদ্য ফোটা ফুল,
তার শব্দে কেঁপে ওঠে,কঠিন পাথর।
পায়ের নিচে মাটিতে,পচে যাচ্ছে মূল।
সেদিকে নজর নেই যে,দুটি বছর।


স্বপ্নের বুনন শক্ত হয়নি,তা মেনো।
তবু আশার আকাশে,চাঁদের জোছনা।
রূপালী জোছনা মেঘে,ঢেকে ছিল কেন?
বলতে পারোনি তুমি,ভালো আছো কিনা।


ভাবনা মেরেছে লাখে,ভেবে দেখো সই,
কোটিতে মেরেছ স্বপ্ন,সে জবাব কই?