তুমি কি কখনো ভেবে দেখেছ
এই শহরে সাতসকালে যারা
তোমাদের ফেলা ময়লা গুলো
অনায়াসে সাফ করে দেয় -
ভেবে দেখেছ কেন?
ভেবে দেখেছ ও তোমাদের কি
উপকারটাই না করে।
ভেবে দেখনি তো?
তুমি কখনো দেখেছ যারা পাবলিক টয়লেটটা-
ফিনাইল আর অ্যাসিড সহযোগে,
তোমার সিস্ দিতে দিতে ফেলে আসা অমুল্য রতন সাফ্ করে দিতে-
দেখনি তো?
এরা হয় ঝুপড়ি তে,নয়তো রেললাইনের ধারে,হয়তো বা
ফুটপাতেরই বুকে প’ড়ে থাকে।
কেন ?
মায়া,বড় মায়া ওদের।
ভেবে দেখতো ওরা -
এখানে কী পেল!
শহর পরিষ্কার করে তোমাদের
চলার রাস্তাটা চকচকে করে দেয়।
কেন?
হয়তো ভেবেছিল।
পাথুরে এই শহর তাদের -
কিন্তু তাদের কেই আমরা
হরিজন গুরুজন করে
ঝুপড়িতে বস্তিতে ফুটপাতে
রেখে দিয়েছি -
কেন? জবাব নাই -


============