।।জড় বস্তু।।
দেবপ্রসাদ জানা
০৬.০১.২০২০


নিজের প্রেমিকা যদি,জড়বস্তু হয় -
তীব্র বেদনায় মন,ভরে যায় তার।
প্রচলিত প্রথা সেই,কলেজ পাড়ায়।
মাল নামে মহিলাটি,রূপের আধার।


পাষণ্ড এই পৃথিবী,সর্বদা বোঝায়-
তুমি যারে মনে ধরো,সামগ্রী বিশেষ।
কালের কল্লোল তার,ব্যবহার চায়,
আসবাব মনে করে,রেখে দেয় বেশ।


সাজানো গোছানো ছক,চলে বহুদিন,
কবিতার লাইনে এ,বিনোদিনী নারী।
অন্দর মহলে লক্ষ্মী, ঐশ্বর্য বিহীন।
অদ্ভুত প্রজাতি তারা,অতি আজ্ঞাকারী।


দারুণ সতর্ক ভাবে,চালায় শাসক।
পুরুষ নামক জীব,এদের শোষক।