তোমরা একটু জায়গা দিতে পারো আমাকে?
তোমাদের দেশে,তোমাদের রাজ্যে
তোমাদের ঘরে।
আমি গৃহহীন,আমি সংষ্কৃতিহীন
ধর্মহীন,কর্মহীন,পরিচয়হীন -হয়ে যাচ্ছি
আমি জানি না ওরা কেন বৃথা
আমার জন্ম পরিচয়
আমার জন্মভূমি কেড়ে নিতে চাইছে।
তোমাদের পাশে,তোমাদের কাছে,
একটু জায়গা করে দাও।
তাহলে আমার সন্তানদের
আমার উত্তর পুরুষদের
বাঁচাতে পারি।


তোমরা একটু জায়গা দিও তোমাদের সাহিত্য সভায়।
আমি বেশী কিছু বলব না, বেশী কিছু নেব না।
সুধু শুনব,সুধু দেখব,আর মনের নির্জীব প্রকষ্ঠ গুলোকে তাজা করে নেব।
ঞ্জানভান্ড ভরে নিতে চাই তোমাদের এই সভায়।
তোমরা কি আমাকে অবহেলায় সরিয়ে দেবে?
যদি মনের কথা গুলোকে
ঠিক গুছিয়ে বলতে না পারি।
যদি আমার কথা গুলো কবিতা না হয়ে বক্তব্যে হারিয়ে যায়।
কবিতাকে যদি আমি নিজে গলা টিপে মেরে ফেলি?
সঙ্গে রাখবেন আপনাদের?
====