।।যে পুরুষটা।।
দেবপ্রসাদ জানা
  ১০.৭.২০২০


যে পুরুষটা ঘুমের চোখে বলতো সুপ্রভাত।
সারাদিন ভালো যেতো,ধরে রাখতুম হাত।
যে পুরুষটা পিঠ চাপড়ে, ঘুম দিতো চোখে।
যে পুরুষটা অশ্রু ঢালতো আমার স্বল্প দুখে।


বলতো ঘুমাও তুমি, আমি আছি জেগে।
আঘাত পেলে, তারই লাগতো আগে।
যে পুরুষটা শুন্য মনে, দিতো সুখের আলো।
সেই পুরুষটাই হঠাৎ করে,কেমন বদলে গেল।


যে পুরুষটা আমার জীবন, ভরাতো গানে গানে।
সেই পুরুষটাই বিষাদের তীর আমার বুকে হানে।
আদিম নেশা, আদিতমা নারীর গন্ধ পাই ।
কখনো ষোড়শী কখনো অষ্টাদশী তার চাই।


যে পুরুষটা খুটিনাটি আনন্দ মনে শোনে।
সেই পুরুষটাই অন্ধকারে আদিমচিত্র বোনে।
যেন প্রবীন শকুন, ছিঁড়ে কুটিকুটি করে দেহ।
কেন এমন হয়,তোমরা বলতে পারো কেহ?


যে পুরুষটা আদরে আবদারে অমৃতসুধা ঢালে।
কেন সে আমার শেষ যাত্রায়, স্বষ্থির শ্বাস ফেলে।