।। ঝড়।।
দেবপ্রসাদ জানা
২৪,৫,২০২০


ঠক্ ঠক্ ঠক্ আমি চমকে উঠলাম
চেতনায় শিহরণ শরীর হিম।
ঐ বুঝি এলো - সে এলো।।


পাগলের মতো খোলা জানালা গুলো বন্ধ করি।
আকাশে গর্জন বিদ্যুতের ঝলকানি।
একশ পঁচাশি কিলোমিটার বেগে সে আসছে।


মরিয়া হয়ে জানালার পাল্লা খুলে দেখছি
নারকেল গাছ গুলো এক ঝটকায় নইয়ে দিয়ে
সে কি অট্টহাসি। কড় কড় কড় কড়।


ফলন্ত আম গাছটা ভেঙ্গে ছুটে বেরিয়ে গেল
বড় রাস্তায়। আরও গাছ শিমুল বেল
শিরিষ আর কদম অবহেলায় নির্মূল।
শুধু কি গাছ? পোষ্ট, তার দোকানের বোর্ড।


নীরব নিথর ডোবার কালো জলে সামুদ্রিক উচ্ছাস।
ঘূর্ণির মতো বন বন বন বন করে ঘুরিয়ে দিল
চলন্ত সুমো টাকে।
একটা বাজ পড়ল খেলার মাঠের ঐ পাশে
একলা দাঁড়িয়ে থাকা তাল গাছটায় ।


একটা টিন সট্ করে উড়ে এসে পড়ল চায়ের দোকানে।  
উনুনটা ভেঙ্গে গেল। সব লন্ডভন্ড।
একটা ভাঙ্গা সাইন বোর্ড এসে পড়ল জানালার সামনে।


জানালার পাল্লার বদলে পর্দাটা টেনে দিলাম।
বাতাসে উড়ে এসে লাগল টেবিলে রাখা কাঁচের
গ্লাসে।
ঝন্ ঝন্ করে আর্তনাদ। ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো ।
ভয়ে বসে পড়লাম মেঝেতে।


ঘরটা কাঁপছে। আবার , ঐ আবার দরজায়
বেপরোয়া ঠক্ ঠক্ ঠক্ করছে।
জোর করে ঘরে ঢুকে পড়তে চাইছে।।