ঝড়ের অন্তরালে
দেবপ্রসাদ জানা
২২.৭.২০২১


মেঘের আড়ালে বসে,কুমারী ঝিলিক।
গুমোট মুখে দাঁড়িয়ে,সবুজ গাছেরা।
ঠোঁটের পরশে স্বপ্ন,রুপোলী অলীক।
হৃদয়ের শুষ্ক মাঠে,তাকিয়ে বেচারা।


শিহরণ জাগে তার,সমস্ত শরীরে,
কুহকীনী নয় তিনি,রক্ত দিয়ে গড়া।
বিচরণ করে হাত,নরম অধরে,
কি কারণে প্রেম হবে,শিহরণ ছাড়া।


তমসার চোখে যেন পড়েনি পলক।
চকমকি রষ্মি চোখে,আকস্মিক পড়ে।
দূর হতে ধেয়ে আসে,চমকী আলোক।
নিমেষে হারায় তান,বৈশাখীর ঝড়ে।


আঁধার মেঘের বুক, ফেটেই চৌচির।
বাতাসে হারিয়ে গেছে,পাখিদের নীড়।