।ঝড়ের প্রেমিকা শাড়ি।
  দেবপ্রসাদ জানা
     ৭.৯.২০২০
দেখরে বাতাস,মোর ঘরে ছাদ নেই।
নেই,জানালার কাঁচ,দরজায় খিল।
মন পাহারার বেড়া,তাও মোর নেই?
দেখ মোরে ছুঁয়ে যায়,আকাশের নীল।


লুকোচুরি খেলা খেলে,ঝড়ের বাতাস
কখনো জানলা হয়ে,দরজায় আসে
যা নারে বাতাস তুই, তাকে বলে যাস
বেসামাল খোলা শাড়ি,তারে ভালোবাসে।


তার সাথে চলে যাবে,বলে দিস তাকে।
বোঝাপড়া হয়েছিল, সেই একদিন।
এলোমেলো প্রেম তার,কতদিন থাকে?
জানলা দিয়ে পালিয়ে,যায় প্রতিদিন।


ভালোবাসা ততদিন,যতদিন দেহ।
একথা বলিস নারে,মানবে না কেহ।