ঝুলন যাত্রা


পূর্ণিমার চাঁদ চলে প্রেমের দর্শনে।
বৃন্দাবনে দোলে রাধা,ফুলের দোলায়।
হাতে বাঁশি রাখালেরে,যদি পাশে পায়।
শ্যামল শ্যামলী বাঁধা,অলীক  বন্ধনে।।


বৃন্দাবনে সুধা ঝরে,কৃষ্ণ নাম গানে।
নানারঙে সুর তুলে,যায় দোলনায়।
দোলদোল সোরগোল,রাধাকৃষ্ণ যায়।
প্রেমলীলায় ঈশ্বর,মাতে বৃন্দাবনে।


শ্রাবণে ঝুলন যাত্রা, মিলনে আবৃত।
রাধাকৃষ্ণ একসাথে,বিলি করে মধু।
অহিংসার পথে ওঠে,ভক্তির অমৃত।
প্রেমবন্ধনে কানাই,করেছিল যাদু।
অহিংসার পথে নামে,কত অনুগত।
বৃন্দাবন সেজেগুজে,লাগে নববধু।