জীবন ও শান্তি

কাজ করি প্রাইভেটে
নেই কোনো পেনশান।
যা মাসে টাকা পাই
বেড়ে যায় টেনশান।।

প্রতি মাসে মনে হয়
কি সুখে বেচে থাকা।
মরে গেলে শেষে হয়
টাকা টাকা আর টাকা।

যত দিন বেঁচে আছি
লড়াই টা করে যাই।
দুই মেয়ে ঘরে আছে
কি করে মরি ভাই।।

মা আছে বাবা আছে
আমার মত সুখী কে?
ছায়া দিয়ে আদরে
রাখে মোরে বলো কে?

বউ আছে সুন্দরী
কালো করে জোনাকী।
কত কথা শুনি রোজ
তবু,আলো দেয় মানো কি?

এত খাটি তবুও মোর
আসবে নাকো ক্লান্তি।
তার,হাসি দেখে নিলে
প্রানে আসে শান্তি।।

সুখ যদি পেতে হয়
সংসার করো ভাই।
রাতের পরে ভোর হবে
আর কোনো পথ নাই।।