।।জীবনবোধ।।
দেবপ্রসাদ জানা
    ৯.৪.২০২১


সূর্যগঙ্গার ঘাটে,চাঁদের আলোয় ঢাকা-
তোমার সাজানো দেহটায় উজ্জ্বল জোছনা।
মধ্যরাত প্রশ্ন করে,জীবনবোধের ধারাপাত।
আমি জানি তোমার নিথর দেহের ধ্বনিতত্ব।
প্রশ্নগুলো অচেনা নয়,তবু উত্তরে বাধা।
নিছক শব্দগুলোর অর্থ,নিঃশব্দে আঘাত হানে।
তবু মনের আলোকে যখন অন্তর্মুখী চাঁদ খুঁজতে
খুঁজতে তোমাকে পেয়েছিলাম-এই সূর্যগঙ্গার ঘাটে।
তখন পৃথিবী কানে কানে চুপিসারে বলেছিল,
নিজেকে আবৃত করো,
শুদ্ধ হাতে স্পর্শ করো জীবন।
সে স্পর্শে মিশেছিল চাওয়ার ধরন।
কিছুটা চাওয়ার গভীরে,ছিল সেই অলৌকিক চাঁদ।
মধ্যরাতে পোড়া দগ্ধ ধ্বস্ত ঘরের আঙিনায় -
শুকনো করবী গাছটায় আজ জীবনবোধ।