।।জীবনের ধারাপাত।।
   দেবপ্রসাদ জানা


হাসিকান্না সুখদুখ,জীবন সংগ্রাম।
সময়ের তালে তালে,চলে একসাথে।
মৃত্যুহীন জীবনের,নাই কোনো দাম।
জন্মমৃত্যু দুজনায়,থাকে এক রথে।


বাকি সব অভিনয়,জীবনের মঞ্চে
সার্থক অভিনয়ই, সগর্বে প্রস্থান।
শেষ সংলাপ যাহার,জাঁক রঙ্গমঞ্চে
সময়ের স্রোতে তার,যশ ভাসমান।


জীবন অতীত হবে,কর্ম ভবিষ্যৎ
লোক মুখে নাম রবে,মরণের পর।
বর্তমান নষ্ট হয়, হোক ভগীরথ,
গঙ্গা তোরে নিয়ে যাবে,বছর বছর।


জীবন নদীর ভাঁটা,অল্পক্ষন থাকে।
অভিজ্ঞতা উপলব্ধি,তর তাজা রাখে।