জীবনের পথে
দেবপ্রসাদ জানা
   ২.৫.২০২১
বার্ধক্য ভর করেছে এই দেহ জুড়ে
তবুও ছবি তুলেছি যুবকের মতো।
জীবনের অভিযানে,পরম উল্লাস -
সবাই দেখেছে জানি। দেখেছে কি সেই
চাপা কান্নায় ভেজানো,বালিশ তোষক
মন,নীতির কৌশলে,আগলে রেখেছি
বহুদিন এ যৌবন। আসলে জীবন
চলে তার পথ ধরে,অগোচরে। ইচ্ছা
অনিচ্ছায়,জীবনের নীরব সম্পর্ক
মরণের সাথে। যত্নে তুলে রাখা দেহ
একদিন শেষ যাত্রাপথ,বেছে নেয়।
প্রক্রিয়াটা অনিচ্ছায় নিয়ম মাফিক
আসে জীবনের পথ ধরে একদিন,
তবু ভালোবাসা আর প্রেমের কাহিনী  
ডাইরির পাতা জুড়ে,খালি পায়ে হাঁটে।
কোনো কর্মের ভিতর,কিছু অন্ধকার
জীবন রাস্তার দুই ধারে দানা বাঁধে-
বেঁচে থাকতে থাকতে। তাই মরণের
আগে নিজেকে পুড়িয়ে ফেলি প্রতিদিন।
রাত্রির বয়ানে ওড়ে গল্প গাথা স্বপ্ন।
তরবারির আঘাতে কুটিকুটি করি
আঁধার রাত্রির মন,আর বেঁচে উঠি
আমি,অন্য জীবনের,হাতে হাত দিয়ে।