।।জোছনা চুরি।।
দেবপ্রসাদ জানা
  ২৫.০১.২০২১


অরণ্য আর সাগর,মিষ্টি ভারি রাতে।
প্রহর গুনে পাহাড় ডাকে জোছনাকে
পাহাড় সমান মেঘ, এসে ভাবনাকে
শিশির পাতের,শব্দ শোনায় প্রভাতে।


রাতের পাখিরা কয়,রাতে ভারি চোর
জোছনার ঘরে চুরি,বহুদিন থেকে
কিছু চুরি মেঘ করে,আবরণে ঢেকে
পাহাড়ের গায়ে মাখা, সারাটা বছর।


মাও দেয় টিপ করে,ছেলের কপালে
নদী সাগর গাছেরা,চুরি করে নিয়ে
লুকোচুরি খেলে সব,মনের অতলে।


ভালোবাসায় জোছনা,প্রেমিকার গালে।
মাঠে কিবা ময়দানে,আঁধারের ভয়ে-
চাঁদটাকে পেড়ে নেয়,আলোক না হলে।