জোছনা কোথায় তুমি?
প্রত্যন্ত গ্রামে না ধুলো মাখা শহরে -
পাহাড়ের চুড়ায় না মেঘের আড়ালে?
স্বপ্নের মতো আকাশের গায়।
পাহাড়ের গায়ে উচ্ছাসিত ঝর্না ধারায় জলস্রোতে?
নাকি সমুদ্রে সাঁতার কাটছো?
নাকি সুন্দর বনে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছো।
ঘুমের ঘোরে স্বপ্ন নিয়ে খেলা করছ।
দেখো ওই নিষ্পাপ চরিত্রবান
পর্বতমালা কে জড়িয়ে ধরে এত আদর কোরো না-
কোনো অন্য পুরুষের বুকে মাথা রেখে নিদ্রা যেওনা -
জোছনা।
তুমি সকলকে এত আদর করো-
সবুজ মাঠ,গঞ্জের হাট
শহরে অট্টালিকায়-
পাখিরালয়ে পাখির গায়-
ফাগুনে পলাশের পায়-
শান্তিনিকতনে - কোথায় তুমি?
এসো না কাছে আমার -একবার।
পারলাম না দৌড়তে আমি ভয়ে -
কবিতার ভয়ে -
তোমার আদর খেতে -পারলাম না
রঙিন বসন্তে তোমার ছোঁয়া পেতে।
ঘুটঘুটে কালো অন্ধকারেও-
কখনও পারিনি তোমার আদর খেতে।
হারিয়ে যাই আমি, কবিতার সাজানো
মায়াবী মরীচিকায়-
===