।। যদি পারো।।
দেবপ্রসাদ জানা
   ৯.১১.২০২০


শুকিয়ে যাওয়া ধান ক্ষেত ধরে,খালি -
পায়ে,যদি পারো তুমি,হেমন্তে, হালকা-
হিমেল আঁধারে এসো,নিয়ে পুষ্প ডালি,
এসো নীল আকাশের শেষে,শুধু একা।


যদি পারো কাশবনে এসো একবার।
ঝরে পড়ে থাকা সাদা শুষ্ক কাশফুল
তোমার পায়ের উষ্ণ ছোঁয়ায় আবার
জেগে উঠবে আনন্দে,সেই কাশফুল।


গোলাপ শিউলি ফুলে আবৃত আমার
সদ্য মৃত দেহ খানা,আছে অপেক্ষায়।
কোকিলের কুহুতানে,রাতের আঁধার-
কেটে,জীবন আসবে ভোরের আভায়।


জীবন কান্ডারী এসো,লাল শাড়ি গায়।
যদি পারো এসো বধূ,ঘোমটা মাথায়।