।।যদি শিব হতাম।।
দেবপ্রসাদ জানা
   ২১.১১.২০২০


একটা চাঁদ থাকত,কপালে আমার।
প্রাণ ভরে জোছনায় স্নান করাতাম।
শরীর জুড়ে শুধুই,আলোর বাহার।
দিনের আলোতে নয়,নাই ডাকতাম।


একটা গঙ্গার স্রোত,জটা দিয়ে বেয়ে
পড়তো শিবের মতো,শুদ্ধ হতে তুমি।
কালি সব ধুয়ে যেতো,গঙ্গাস্নানে গিয়ে।
পাপ তাপ ধুয়ে গিয়ে,সতী হতে তুমি।


শরীরময়,সুগন্ধি ফুলের বাগানে-
মৌমাছির ভিড় হবে,মধু খাবে এসে।
তোমার দেহের মোহ,সৌন্দর্যের বানে
করবে বস ভোমরা,ভারি অনায়াসে


আসল প্রেমিকা পাবে,প্রেমিক হৃদয়।
গুন গুন গান গাবে,প্রেমিকা সদয়।