।।যৌবন ডাকছে।।
  দেবপ্রসাদ জানা
     ২৪.৯.২০২০


শরীরে ক্ষুধা বাড়ছে,যৌবন টানছে।
হে পুরুষ্ট দগদগে ক্ষুধার্ত যৌবন-
সবুর করো ক্ষনিক,ষোড়শী আসছে
অঙ্কুরিত পরিপুষ্ট ,দৈহিক বন্ধন।


নষ্ট ভাবনায় মন,আঙুলে আঙুলে-
মৌন বধির ইশারা।সম্ভাব্য শালীনতা
গেরুয়া চাদরে ঢাকা গভীর জঙ্গলে।
ষোড়শী কুমারী ডাকে,তারই বারতা।


আকন্ঠ সুরা পানের পর নিরালায়
বসে দৈনিক,দৈহিক উষ্ণতার টান-
চিতাভষ্মে মানবতা,অলস লজ্জায়-
শুন্য সত্তার মুখোসে ঢাকা অভিমান।


এটাই সত্যি,বাস্তব। প্রচ্ছন্ন আড়ালে।
চেতনার অভিষেক,তুচ্ছ বেড়া জালে।