।।যুগনায়ক বিবেকানন্দ।।
     দেবপ্রসাদ জানা
        ১২.০১.২০২০


হে মহামানব,স্বামী বিবেকানন্দজী
আগুনের ক্ষিপ্রতায়,মোরে বিদ্ধ করো
কটূবাক্যে,অভিশাপে দাহ করো মোরে।
আমি পারিনি, তোমার পথ প্রদর্শিত
পথে,নিজেকে গড়তে হিমগিরি সম।


মহা প্রলয়ের, শান্ত উপত্যকা তুমি।
হে বিবেকানন্দ স্বামী,বলতে পারিনি
মুচি মেথর আমার ভাই,তাদেরকে-
বলিনি এসো তোমার হাত দাও হাতে-
বিপদের অন্ধকার পথ পার করে-
দেবো তোমাদের।
                     মুক্ত মনে একবার-
বলতে পারিনি আমি "জীবে প্রেম করো"
এক সর্বনাশা কালো ছায়া,শকুনের -
মতো মাথার ওপর ঘোরা ফেরা করে।


হে মহামানব, কোন শক্তি-রক্তবীজ
তোমার মনকে এত দৃঢ়তা প্রদান
করেছিল সর্বনাশা যুগে বলো বীর।
     হীন ক্লীবলতা মোর দেহের ভিতর
গোপনে আঁধার স্পর্শ করে থাকে।কেন?
কেন বলতে পারিনি "ওঠো জাগো বন্ধু"
কেন নিজেই করতে পারিনি নিজের
কাজ। কেন বরাবর অন্যের ওপর
ভরসায় দিন গুণি। হে যুবনায়ক -


বৃত্তকারে জীবনের যত পাপ তাপ
নোংরামিতে ভরা,এই পৃথিবীর বুকে
নিয়মিত ঘৃণা স্বার্থ আঁকড়ে ধরেছি।


ক্ষনিক সময়, এই মানব জীবন-
মানিয়ে নেওয়া এই জীবন নাটকে
আর কত অভিনয় করি ভগবান।
আমরা বীর আমরা নামীদামী ধনী
জ্ঞান ও গুনের ভারে,অহঙ্কারী জীব।


সত্যের সঠিক পথ,তুমি দেখিয়েছ
সমাজ সুন্দরে,প্রেম ভালোবাসা ভরে
মনণের কথা তুলে ধরেছ সমাজে
সমান্তরাল আলোকে মিশিয়ে দিয়েছ
সমগ্র পৃথিবী। শুধু বড় লোক নয়
বড় মানুষের মতো হতে শিখিয়েছ।
কাশ্মীর হতে সাগর-কন্যাকুমারীর
মা আর কন্যার মন,সীতার আদর্শে
জাগরিত করিয়াছ। মহাবীর স্বামী
যুগনায়ক নরেন্দ্র বিবেকানন্দজী।