।।জুঁই ফুল।।
দেবপ্রসাদ জানা
  ১২.৬.২০২০
দেখ ভাই কৃষ্ণকলি মেয়েটার রকম দ্যাখ।
-কোন মেয়েটার?
-ঐ যে রাস্তায় - জুঁই টার
কাল, ক্ষিদের জ্বালা সহ্য করতে না পেরে,
মুখ বুজে মাথা হেঁট করে চাল আনতে গেল।
ব্যস আকাশ থেকে বৃষ্টির ফোঁটা।
নবাবের ব্যাটা নবাব বাতাসের ঘোড়ায় চেপে
একেবারে মেয়েটার ঘাড়ে এসে পড়ল।
একে তো লকডাউন, লোকজন নেই রাস্তায়।
একলা মেয়ে তুই. কেন গেলি ঐ অবস্থায়।
বাচ্ছা পেটে করে, কি দরকার ছিল?
না হয় দুদিন না খেয়েই থাকতিস।
আমরাও তো আছি।
আহা ছেলে মানুষ, অমন সুবাসিত ফুল জুঁই।
দেখলে তো ছিঁড়বেই। তার ওপর রাস্তায় -
এ হাত, ও হাত, জোর হাত, জোড় হাত সব।
ব্যস ছিঁড়ে কুটি কুটি,এখন পড়ে আছে রাস্তায়।
-রক্তাক্ত?
-হ্যাঁ তা ছাড়া আর কি?
-কিন্তু ওতো খুব সাবধানি মেয়ে।
-বোধ হয় ভেবেছিল,
দুমাস লকডাউন পরিস্কার রাস্তা, পরিস্কার আকাশ,
নবাব পুত্রদের মন গুলো বোধ হয় পরিস্কার হয়েছে।
কিন্তু হয়নি।
আরো পলিউশন বেড়েছে।আকাশের গায় এদিক ওদিক উড়ছে।
কচি নরম ফুল দেখলেই -
সে চম্পা চামেলী বকুল জুঁই যাই হোক দেখলেই
লাফিয়ে পড়ছে।