।।জ্বালাময় পথ।।
দেবপ্রসাদ জানা
   ২৬.১২.২০২০


হে আমার দীর্ঘতম পথ কোথা যাও?
কোনস্থানে তব লক্ষ্য,কাউকে বলনি।
শুধুই কাঁটার পথে,মোরে লয়ে যাও।
ফুলের রাস্তায় কেন, মুখ ফেরাওনি?


ওই আগুনের পথ,বড় জ্বালাময় -
সেই পথে,পথ তুমি,কেমনে হাঁটাও।
আর যে পারি না আমি,বড় ভয় হয়।
ফিরে চলো পথ,নয় একটু দাঁড়াও।


জ্বালাময়ী পথে আছে,সুখের সন্ধান
সেই পথে যারা চলে,জিত তার হয়।
কষ্টে চলা পথ দেয়, পরম সম্মান।
ফুলে চলা পথিকের,ভাগ্যে পরাজয়।


হে পথিক কষ্ট হোক,কাঁটা যুক্ত পথে।
একদিন পাবে জেনো,ইতিহাস সাথে।