আজ তুমি অস্বীকার করছো,
আমার ভালোবাসাকে
কেন অস্বীকার করছো তুমি ? ভুলে গেছ?
একদিন দেখা না হলে কি বলতে তুমি?
কেন এই দুই সত্তার বিপরীত মুখী স্রোত?
তুমি কি ভুলে গেছ?
সেই গঙ্গার ধারে বসে ভালোবাসার কথা।
বোধের ভিতরে দুজনে ভালো থাকার কথা।
তৃষ্ণার শিকড়ে দেয় মোচড়।
ভালোবাসা মরে গেলে হবে না মাটি।
হলেও তোমার আমার নীরবে নিভৃতে তুলে রাখা
ভালোবাসার ছবি গুলো এখনো প্রমাণ করে কতটা
ভালোবাসতে আমায়।
ভুলে গেছ সিনেমা হলের দীর্ঘ চুম্বন।
এত চুম্বনেও তৃষ্ণা মেটেনি?
অহঙ্কার ! কিসের অহংকার?
তোমার বুকে সেই আমার চুম্বনচিহ্ন
এখনো মোবাইল বন্দী রয়েছে আমার।
তবুও অস্বীকার করছ তুমি?
ভুলে গেছ ঝিলের পাড়ে
একান্তে অজান্তে আচম্বিতে
কামনাকে ডেকেছিলে তুমি।
ঐ যে যেদিন ঝিলের জলে চাঁদের তরঙ্গ হওয়া দেখি।
আরে কি আশ্চর্য ভুলে গেছ তুমি?
নাকি ভুলে গেছ তুমি? আমি দিকভ্রান্ত পাখি
প্রেমে অপ্রেমে এই নিশ্চল পৃথিবীর নিচে আমাকে
তোমার সব কিছু দেওয়ার কথা মনে রেখেছি।
সে সব মিথ্যে ?
বলেছিলে নবজন্মে -
তুমি আমি এক দেহ এক মন হব।
না না ভয় দেখাচ্ছি না তোমায়।
শুধু মনে পড়ে আজো সুখস্মৃতিটুকু।
শেষ দেখা দেখে যেতে ইচ্ছে করে না তোমার?
এক একদিন করে ক্ষয়ে যাচ্ছি আমি।
এখনো প্রত্যাসার হাত বাড়িয়ে আছি আমি।
সমস্ত বেড়া ভেঙ্গে কবে আসবে তুমি?