ফাঁসির হুকুম দিয়ে গেল
বিচারক -
হুম যে কাগজের আয়ু মাত্র ক-দিন,
সে কাগজে লেখা রইল মৃত্যুর পরোয়ানা।
বড় বেমানান -
যে কালিতে জল পড়লে ধুয়ে মুছে যায়।
সেই কালিতে লিখেছ আমার
মৃত্যুর তারিখ।
অহং অহং অহং অহংকার করি।
আর একটা সামান্য কাগজ
সামান্য কালি ভরা কলম
যার আয়ু মাত্র কদিন।
তাতে লেখা আমার
পাপ আমার পূন্য
অনন্য -
আমি আমার জীবন মরণ আমার ইতিহাস -
লিখে যেতে পারিনি তোমাদের হৃদয়ে।
তোমাদের হৃদয়ে এঁকে দিতে
পারি নি চিত্র-
যে শুনবে কাঁদবে,
শুনবে হাসবে।
বুঝবে ভালোবাসবে।
একটা ছোট্ট কাগজের গায়
রক্ত দিয়ে লেখে দি
পিঁপড়ে খেয়ে শেষ করে দেবে।
কলম সুধু আমার ইতিহাস
কালি আঁচড়ে লিখে নিল।
স্বর্ণাক্ষরে নয় -
ঘন কালো কালির অক্ষরে।
===