কালিমা
দেবপ্রসাদ জানা
   ৩.৫.২০২১


একদিন আকাশের গায় কালো মেঘ
ঘন হবে,ঝড়বৃষ্টি হবে,চিলেকোঠা-
অন্ধকার ছাদঘরে,শুধু তুমি আমি।
ছাদের মেলানো জামা কাপড় তুলতে
গিয়ে বেশ ভিজে,অল্প শীতে থরথর
কাঁপুনিতে তুমি,আমি উষ্ণতার হাত
তোমার শরীরে দিয়ে,বলব "বেলাদি-
ভালো লাগছে তোমার"? অসমবয়সী
এই কিশোরবেলায়,এই ছাদঘরে-
অন্ধকার এত ভালো লাগবে বুঝিনি।
জীবনে এমন এক,উতরোল বেলা
আসবে,যা সব কিছু ছাপিয়ে,জীবন
ভাসবে স্বপ্নের সেই,অচিন সাগরে।
তোমার বৃষ্টিতে ভেজা,অগোছাল শাড়ি
আমার হাতের তাপে, উষ্ণতায় ভরা
ঘনঘন নিঃশ্বাসের,ছন্দে পূর্ণ হবে।
তোমার উষ্ণ ঠোঁটের নিচে মিলনের
মৃদুহাসি,প্রতিবাদ হীন চল্লিশের
কালিমার কথা,তুমি মনে রাখবে না।
আমার ষোলোর ব্যর্থ,কাহিনী আমাকে
ডাকবে পরম দুখে,বহু গল্পে তুমি
নায়িকা হয়ে পরবে বোধের পোষাক।