কলম তোমার মনে পড়ে?
যেদিন আমি বললাম লেখো।
তুমি বললে কি?
কবিতা?
হ্যাঁ -
নীলাকাশের নিচে বসো।
ছাতিম গাছে তলায় বসো।
জানলা দিয়ে আকাশ দেখো।
মাঠ নদী পাখি পল্লীবালা।
ছোট্ট শিশু করবে খেলা।
গরুর গাড়ি,সঙ্গে রেখো।
বোঝাই তাতে কলসী হাঁড়ি -
প্রিয়া যাবে তোমায় ছাড়ি-
প্রেমে একটা আঘাত পাও -
কানে বাজুক শঙ্খ ধ্বনি
কইবে কথা জ্ঞানীগুণী
আরো কিছু দাও -
বাতাস আনুক মেঠো গন্ধ-
প্রিয়ার মনে লাগুক সন্ধ।
ভোরের আলোয় মুগ্ধ হও
বর্ষা আসুক মেঠো পথে
দড়ি পড়ুক মাহেশ রথে।
আষাঢ় শরৎ বসন্ত দাও
কাশ ফুলের ছন্দ দাও।
তাতে কিছু মন্দ দাও।
যেখানে তুমি যেমন পাও।
মাতাল হাওয়ার ঝঞ্ঝা আসুক
ফুটপাত বাসির বেদনা বাজুক
ঝুপড়ি মাথা আগুন লাগুক
শালবনীতে রক্ত ঝরুক-
সবুজবনে রঙের বান
পলাশ ফুলে বসন্ত গান।
কৃষক মাঠে লাঙল দিক
বর্ষা লেগে জাগুক বন
কৃষ্ণচড়া আগুন আগুন হোক
মেঘের সাথে কথা কও
বাতাস থেকে গন্ধ নাও।
আরো কিছু ভাবতে থাকো
নইলে তুমি আমায় রাখো।
লেখার কিছু ছন্দ শেখো।
সব কবিদের গন্ধ মেখো
তবেই আসবে কবিতা -
ঠিক কিনা?
====