।। কলঙ্ক।।
দেবপ্রসাদ জানা
১৩,৫,২০২০


তুমি তো চাঁদ কলঙ্কতো একটু থাকবেই।
জীবনের এক আশ্চর্য আভা তোমার মধ্যে।
তোমার জোছনায় আমার সংসার আলোকিত করো তুমি।
এই আলোর পেছনেই দুষ্টু আঁধার।
জীবনের দীর্ঘতম পথে যতটুকু পাবার।
স্বপ্নময় সোনালী প্রেমের ডানায়
একটু কালির দাগ। তাই তো?
থাকুক না ধুলো মাখা পাখনা গুলো।
আকাঙ্ক্ষার লাল পলাশ ফুলে ঝরুক প্রতিদিন।
তোমার উষ্ণতায় যতবার ডুবদি,
কলঙ্কিত করি তোমার শরীর নদীর আঁকাবাঁকা পথ।
নৈঃশব্দ্যে ঢেলেদি আমার ঝর্না কলমে কালি।
ওই শরীরেই একদিন অঙ্কুরিত হবে জীবন।
চাঁদের মতো অযুত নক্ষত্রের উজ্জ্বল আলোক রশ্মি।
সেতো তোমার হৃদয়ে বন্দী।
থাক না একটু কলঙ্ক, তুমি তো চাঁদ,
একটু কলঙ্কতো থাকবেই।
রাতের আঁচলে মোড়া আমার জীবনের জোছনা তুমি।
তুমি যে আমার চাঁদ।
না হয় তোমার জোছনার জোয়ারে
কেউ একটিবার সাঁতার কেটে গেছে।
পাপ ওষ্ঠ ছুঁয়ে গেছে ও ফুলের পাপড়ি।
গভীর প্রেমের নদীতে কেউ হয়তো
ঝাঁপ দিয়েছিল একদিন। তাতে কি?
এ ফুলের ওষ্ঠে লেগে আছে ক্ষমার পরাগ।
এতেই তো জন্ম নেবে,
তোমার আমার ভালোবাসার
লাল পলাশ ফুল। বসন্ত এলেই।
দুঃখ কেন চাঁদ? ও কলঙ্ক, একটু তো থাকবেই।