কার হৃদয়ে প্রেম আছে?
তোমার?
আমার?
না বিধাতার?
যার হৃদয়ে প্রেম আছে
সফত করে বলুক।
পারবে না।
হৃদয়ে প্রেম ততক্ষন-
যতক্ষন দেওয়া আছে
নেওয়া আছে।
বিপরীত দেহের টান আছে।
প্রেমিকা বলে খাওয়াবে কি?
বিয়ে করার পরে।
মেয়ের বাবা দেখবে আগে
ছেলে কি কাজ করে।
বাবা মায়ের যতই থাকুক
বাড়ি গাড়ি জমি।
ছেলের নামে থাকলে পরে
সেটাই হল দামি।
কার হৃদয়ে প্রেম আছে?
প্রকৃতির হৃদয়ে প্রেম আছে।
যতই দাও গাল -গরমে।
বর্ষা দেবে কাল-আরামে।
কার হৃদয়ে প্রেম আছে?
মা-র হৃদয়ে -
যতই বোকুক
যতই তুলুক হাত
না খেয়েও বলবে খোকা
আয়রে খেতে ভাত।
যতই করি হম্বিতম্বি
যতই করি বিবাদ।
মন্দির থেকে ফেরে এসে
মাথায় ঠেকায় প্রসাদ।
হৃদয়ে কার প্রেম আছে?
বলতে পারি না।
হাজার কষ্ট দিলেও
ডাকে আদর করে মা।


===