।।কারা ওরা।।
দেবপ্রসাদ জানা
০৪.০১.২০২০


এখনো কঙ্কাল গুলো পড়ে আছে পথে
জীর্ণ -শীর্ণ হাড় সার দেহের কঙ্কাল ,
এরা না খেতে পাওয়া দেহ ফুটপাথে
পড়ে থাকে সারাদিন এমনি বেহাল।


মাটিতে দাঁড়াবে কেল্লা,সবুজ বাঁশের
নকল বুঁদির মধ্যে ছিল,গুপ্ত তরবারি
হে নির্ভিক তিতূমীর,জাগালে কাদের
এরা যে ক্ষুধার্ত,খোঁজে তরি তরকারি।


ক্ষিদের জ্বালায় এরা,মাটি কামড়ায়
অশ্রু দিয়ে সেচ দেয়, নারীর শরীর
পথের ধারেই এরা, প্রত্যহ দাঁড়ায়।
খরিদার দর হাঁকে,মূল্য করবীর।


ফসলের আগে এরা,নিজেদের বেচে,
বিধাতার পরিহাস,ওরা নেই বেঁচে।