কবির কাছে চাঁদও কবিতা
কবির কাছে সূর্যও কবিতা
ফুল পাখি আকাশ বাতাস
রঙ রামধনু বৃষ্টি ঝড় সব কবিতা।
দুঃখও কবিতা, সুখও কবিতা
আঁধার কবিতা আলো কবিতা
দিন কবিতা রাত কবিতা -
প্রেম কবিতা,বিরহ কবিতা
জল কবিতা,মরু কবিতা।
সংসার কবিতা,সংসারে ঝগড়া কবিতা।
তবে?
কে পড়ে? কবিতা।
আমি পড়ি আমার কবিতা।
তুমি পড়ো তোমার কবিতা
কবি পড়ে কবির কবিতা
যেন তার কবিতা পছন্দের তালিকায় আসে।
তার কবিতায় সাবাসী পড়ে।
অন্যে পড়ে দু লাইন।
পরিচিত পড়ে এক লাইন।
সাথি কবিবন্ধু পড়েন -
কি বিষয় লিখেছেন?
কোন বিষয়ে লেখা -
ওটা থেকে কোন আইডিয়া পাওয়া
যায় কিনা।
সমাজ পড়ে তাদের নামে কোন বদনাম আছে কিনা?
রাজনৈতিক বদনাম আছে কিনা?
নামি কবির বই চলে সোকেশ ভরাতে -
কবিতার বই কি কেউ পড়ে?
আমি ছাড়া -
===