তুমি কেন এলে বসন্ত।
কই কোকিলতো ডাকেনি এখনো।
রঙের ডালি নিয়ে বসে নি এখনো দোকানি।
রাধাচুড়ায় লাগে নি ফুলের মেলা।
কৃষ্ণচুড়ায় লাল ফুলের ডালি সাজালো কে?
ফুলের গন্ধ এখনো ঘুরতে বের হয়নি।
আকাশ এখনো শীতে কাঁপে।
পাহাড়ের শীত ঘুম কাটেনি এখনো।
ভৈরবী সুরে হাঁক মারেনি যে বাতাস
বসন্ত এসে দেখো,
তোমার জন্য এখনো ফুলের তাবু খাটায় নি গাছেরা।
সবার মনে লাগেনি রঙ।
কৃষ্ণ সাজেনি আবিরের সাজে।
ভালোবাসার বন্ধনে বাঁধেনি
পৃথিবীর মানুষ।
বাসন্তী বসে আছে দরজা বন্ধ করে।
উন্মাদনায় লাল হয়ে যায়নি পল্লীবালা।
কেন জানো?
দলাদলি, মারামারি, কাটাকাটি
সুধু লাল রঙে খেলতে চায় সব।
তোমার ঘরের সবুজ,
দাবানলে ছারখার।
তুমি এসেছ বসে থাকো
আজ আর দেখা হবে না।
===