এইতো সেদিনও আমার কত কদর ছিল।
এইতো সেদিনও কত আদর ছিল।
আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে কত না-
কত না সোহাগ করতে।
চায়ের দোকানে প্রথম পাতার আদর।
রেস্টুরেন্টে খেলার পাতার কদর।
হাতে করে বাসের সিটে -
চারজনেতে মুখ বাড়িয়ে-
ক্লাব ঘরে সিনেমা পাতা-খেলার ছবি।
পার্টি অফিসে নেতার খবর।
নানান রকম গসিপ।
কার কন্যা পালিয়ে গেছে-
কে হলো আত্মঘাতী -
কি তার মোটিভ্?
রঙিন পাতায় খোলামেলা নায়িকার দেহ -
সমালোচনায় -
অট্টহাসি -
দলাদলি কাটাকাটি -
খুন খারাপি কান্নাকাটি -
ইজিচেয়ারে দুলতে দুলতে -
চায়ের কাপে বিস্কুট তুলে-
খোকার হাতে ছিন্ন হলে
কত ঝগড়াঝাটি -
আজকে আমি পড়ে থাকি টি টেবিলে -
অফিসঘরে টিভির মাথায়-
আমাকে নিয়ে কাড়াকাড়ি
আরতো করে না কেউ?
এখন খবর ইন্টারনেটে -
এখন খবর টিভি স্ক্রীনে
এখন ফোনের বুকে সারাক্ষনে -
এখন আমার কদর গেছে
এখন সুধু বুনেদী আনা
সকালবেলা কাগজখানা-
কিলোদরে হচ্ছে আনা -
ঠোঙার কদর তাও গেছে
সুঁড়িখানার মদ লোকাতে লাগি -


===