মা বলে দাবা খেলো
বাবা বলে ক্যারাম।
আমার যেন মনে হয়
ডাঙ্গ গুলিতেই আরাম।
মাঠের মাঝে ফুটবল রেখে
কিক্ মারবো এক।
সবাই মিলে হাতের তালি
বলবে দেখ দেখ।
মা বলে মেয়ে মানুষ
ভাঙ্গে যদি পা।
খোঁড়া মেয়ে বলে তো কেউ
বিয়ে করবে না।
হাতে যদি ব্যাট থাকে
কসিয়ে মারি ছক্কা।
কিংবা মেঝেয় দাগ টেনে
খেলি এক্কা দোক্কা।
ছোঁয়াছুয়ি লুকোচুরি
খেলার মত মজা।
দাবা খেলা এর থেকে
অনেক খানি সোজা।
মাঠের পিঠে দাগ কেটে
গাদি খেলার কোট।
ভুলেই গেছে অনেক মানুষ
কেমন লাগে চোট।
হাডুডু খেলার মত
কেউ নেই তো আর।
আঙুল দিয়ে খেলছে গেম
এ কেমন অনাচার।
চু কিৎ কিৎ ঘরের ভিতর
চক দিয়ে ঘর কাটি।
মা বলে কাজ নেই আর
মারব টেনে চাঁটি।
বুদ্ধি সুদ্ধি খেলা খেলো
ব্রেন খোলে যাতে।
মাথায় করে বইতে হবে
বুদ্ধি খোলে না হাতে।
হায়রে আমার প্রানের খেলা
জানবে না কেউ আর।
সবাই সুধু মোবাইল হাতে
মাথায় নিচ্ছে ভার।
===