।।ক্ষিদে।।
দেবপ্রসাদ জানা
   ৩০.৮.২০২০
জীবনে কত না ক্ষিদে,না মিটেই থাকে
কত অসমাপ্ত কথা বলাও হয় না।
মনের ক্ষিদেটা মনে আজো পড়ে থাকে
কিছু কথা বলা হবে, কিছু বলব না।


যে মশাটা প্রতিদিন রক্ত খেয়ে যায়।
রোজ হাতের ওপর। মনের অজান্তে,
মশাটা ধমনী ফুঁড়ে রক্ত চুষে নেয়।
ক্ষিদেটা রোজই ডাকে,ভোরে প্রহরান্তে।


রাস্তায় ফুটপাতের,ওপর ছেলেটা
ভাতের অভাবে শুধু চোর বনে যায়।
তার ক্ষিদেটা ভাতের,তোমার কোনটা?
গাড়ি বাড়ি মদ মেয়ে? সবই সস্তায়।


নানাজনে নানা ক্ষিদে প্রশমিত করে
কেউ সমাজের ভয়ে,কেউ ভয়ে মরে।