।।ক্ষুধার দেশ।।
দেবপ্রসাদ জানা
   ১.৬.২০২১


আগ্নেয়গিরি ফাটল,আবার বাটিতে
চারিদিকে হাহাকার বাড়ছে ক্ষুধার,
পুঞ্জীভূত লাভা গলে,পড়বে মাটিতে
অভিজ্ঞ ক্ষুধার দেশ, করবে বিচার।


কতটুকু সংগ্রামের কতটুকু পাবে?
আদিম ক্ষুধার দেহে,কতটা খাবার।
কতটা ছিনিয়ে নেবে,কতটুকু দেবে,
দানপাত্র ভরে নিয়ে,কাঁদবে আবার।


মহামারী বানভাসি মানুষের ঘরে
গোলাভরা ধান ছিল,তবু অনাহার।
ঝড়ের তান্ডবে তাও,অসময়ে মরে-
অকালে যে কর্মনাশ, বড়ই ব্যথার।


ক্ষুধার দেশের লোক, বড় ভয়ঙ্কর-
পেটের আগুনে পোড়ে,ভেজা বাড়িঘর।