আবার খুঁজতে হবে খুঁজতে হবে চেনা লোক গুলো কে -
খুঁজতে হবে জীবনকে।
গড়ের মাঠে গাছের তলায়-
কার্জন পার্কের পাথুরে বেঞ্চের
ওপরে-
বাগবাজারে নিবেদিতায়
বেথুন স্কুলের সামনে-হেদুয়ায়
খুঁজতে হবে জীবনকে কফিহাউসের টেবিলে-
ভেঙ্গে যাওয়া চায়ের কাপে-
স্টার থিয়েটারের কাউন্টারে -
ভিক্টোরিয়ার সবুজ ঘাষে রোদ্দুরে-
খুঁজতে হবে জীবন -
আয়লা ঝড়ে-
তিতলি,বায়ু,ফনি,কিংবা বুলবুলের
পিঠে ভাসতে ভাসতে একদিন -
ফুলের মতো রঙিন হয়ে -
রঙ তুলিতে ক্যানভাস।
পূর্বাভাস -
হ্যাঁ গতি রুদ্ধ হতে পারে
জীবন খোঁজার কাজে-
তবু চলতে থাকি -
নদীর মতো বয়ে যেতে থাকি
কিসের অপেক্ষায়?
জানালার কার্ণিসে জমে যাওয়া শেওলা বৃষ্টি ভিজে
সবুজ হয়েছে আজো-
প্রচন্ড ঝড়ে নিশ্চহ্ন হতে পারে
গোটা পৃথিবী -তবু ও।


খুঁজতে হবে জীবন
===