কই আমি তো কবি হতে চাইনি-
তোমরাই তো আমাকে কবি করে তুলেছো।
হ্যাঁ আমি দুটো মনের কথা ভাষায় লিখতে পারি।
কখনো দুখের কথা -
কখনো সুখের কথা-
কখনো ঝগড়া
কখনো আড্ডা
কখনো বেদনা
কখনো টিটকারি
কখনো রাস্তা
কখনো সমাজ
আবার কখনো প্রেম-বিরহ
এই সব -
তা বলে আমি?
কই আমি তো
সুকান্তের মত গর্জে উঠতে পারিনি?
নজরুলের মতো বিদ্রোহী হতে পারিনি?
রবিঠাকুরের মত গান লিখতে
পারিনি?
তবে কেন?
তবে কেন আমাকে কবি বললে?
আমি ফুল পাখি আকাশ -
তাদের কথা তাদের গান খুঁজে পাই না?
নদীর কলকল শব্দে -
সকালে শিশির বিন্দুতে মুক্তো
দেখতে পাই না?
সবুজের গায়ে জীবন খুঁজে পাই না?
আগুনের লেলিহান শিখায়
প্রেমের ছবি আঁকতে পারি না?
তবে কেন শুধু শুধু তোমরা আমাকে -
হ্যাঁ আমি কথার সঙ্গে কথা মেলাতে পারি।
ছন্দের গায়ে ছন্দ বসাতে পারি।
আমাজনের দাবানলে
বিপদকে অনুভব করতে পারি।
কল্পনার জাল বুনে কথার মায়াবী মূর্ছনায় ক্যানভাসহীন ছবি আঁকতে পারি।
তালে তাল রেখে সুরে সুর বেঁধে প্রেমিকার মন কাড়তে পারি।
তা বলে ! কবি?
মোটেই না।