কবি তুমি রুক্ষ কেন?
এত কেন রাগ?
নরম তরল কবিতা গুলোয়
ভরেছ রুদ্র রাগ।
তোমার হাতে কলম বলে
করবে কাটাকুটি।
ছন্দ কেটে মন্দ করবে
কাটবে ছড়ার ঝুটি।
একটু যদি রাগ কমে
ভেবে দেখো কবি।
আশেপাশে সুর আসে
দেখো প্রেমের ছবি।
বাতাসে কত ছন্দ ভরা
পাখিদের কলতান।
আকাশে ভাসে শরৎমেঘ
শোনো তাদের গান।
জানি তোমার মনের মাঝে
উঠে আসে আজো।
ভাষায় লেগে লাল রক্ত
জাগো শহীদ জাগো।
পথের ধারে এখনো মানুষ
খালি পেটে থাকে।
তাদের দেখে কবিমন
রুক্ষ করে রাখে।
তবুও কবি ছন্দ আনো
মন্দ বলবে লোকে।
তালে তালে ধীর চালে
চলে দেখে দেখে।
পদ্যটাকে গদ্য করে
ছন্দকে করে খুন।
ছড়ার জীবন শেষ হবে
থাকবে যখন ভ্রুন।
কত সবাই ছন্দ দিয়ে
করেছে আন্দোলন।
কবি তুমি চেষ্টা করো
নরম করতে মন।।
===