এক বাক্স দুঃখ দরকার।
এক মুঠো আঘাত।
এক কলস অশ্রু দিলে
বাড়ে মনষ্তাপ।
তবেই একটা কবিতা হয়
মধু মাখা বোল।
কবি হওয়া কি সোজারে ভাই
একটা বড় গোল।
বৃষ্টি ফোটার শব্দ শোনো
কটা পাখী সেটা গোনো
সূর্য তাপের কেন্দ্র জেনো
কল্পনাতে দৃষ্টি হেনো।
আরো কত বলব আমি
জিজ্ঞেস করো যারা দামি
কবি কবি কবির গুরু
তাদের ও বুক দুরু দুরু
নিলে পরীক্ষা -
কবি হওয়া কি মুখের কথা
সন্তানহারা বুকের ব্যথা
মাতৃ হারা পুত্র যথা
শিশুর কোলে মায়ের মাথা
কবি হওয়া নয়তো সহজ
আকাশ চিরে মেঘের গরজ
বজ্রপাতে একটা প্রান
কবি তাও করবে গান
বকুল গাছে ডুমুর ফুল
ভেবো না কবি করছে ভুল
স্বপ্ন দেখে আকাশ লাল
নীল আকাশে ইন্দ্রজাল
কবি হওয়া কি এমনি যায়
ঝড় বৃষ্টির পিছে ধায়
একটা দুটো বিপদ চায়
নদীর বুকে নৌকা বায়
প্রিয়ার গালে চুমু খায়
কবির এটা বড় দায়।
===