।।কবিতার গায়।।
দেবপ্রসাদ জানা
   ০১.১০.২০২০


খুঁজে ফিরি সারাদিন,কবিতা কোথায়?
রাস্তা ঘাটে অলিগলি,আকাশে বাতাসে।
আমাজনের জঙ্গলে,আকাশের গায়।
কখনো গাছের ডালে,কখনো পলাশে।


খুঁজে ফিরি নদীনালা,সাগরের কুলে
বসন্তের রঙে রঙে,ফাগুন ধারায়
শরতের নীলাকাশে,শিউলির ফুলে
মরুর বালুকা তটে,পাহাড়ী ঝর্নায়।


মরীচিকা নও তুমি ,নও ধ্রুবতারা।
আকাশের গায়ে ওড়া মেঘ নও তুমি।
কাটাকুটি প্রেম নও,নও ফল্গুধারা।
সবুজ ধানের ক্ষেতে,বর্ষা নও তুমি।


তবুও তোমার অঙ্গ,প্রকৃতির দান।
প্রেমের প্রেয়সী তুমি,বিরহের গান।