।।কই এলে নাতো আর।।
      দেবপ্রসাদ জানা
        ২২.১০.২০২০
"আবার আসিব ফিরে"এলে নাতো কবি?
এই বাংলায় নবান্নে। না এলে না তুমি?
ধানসিড়িটির তীরে,এঁকে দিতে ছবি
রূপসী বাংলার। কাঁদে তব বঙ্গভূমি।


এসো শালিকের বেশে,কিংবা শঙ্খচিল
নয়তো মানুষ হয়ে, ঐ কাকের মত-
কুয়াশার বুকে ভেসে,পার হয়ে ঝিল।
কাঠাঁল গাছের তলে পথিকের মত।


হলে নাতো হাঁস,নদী সাগর পাহাড়
কই কিশোরীর পায়ে ঘুঙুরের ধ্বনি
হতে খুঁজেতো পাইনি,কোনদিন আর।
এই পৃথিবীতে শুধু হাহাকার শুনি।


ভবিষ্যৎ বাণী সত্যি হয়েছে এবার।
পৃথিবীতে ঘনিয়েছে অদ্ভুত আঁধার।