কঠিন সময়
দেবপ্রসাদ জানা
   ২৭.৪.২০২১


প্রতিরাতে শূকরের,ডাকে আর্তনাদ।
প্রেতনির ফিসফিস শব্দ কানে ভাসে,
জীবন সিঞ্চিত ব্যথা, হৃদয়ের খাদ-
করুণার হাসি দিয়ে,মিলেছে বাতাসে।


গভীর আবেগ ভরি,পঞ্চরস থেকে।
শৃগালের হাহাকার,বারবার শুনি।
পাহাড়ের গায়ে বসে,হুক্কাহুয়া ডাকে।
মাঝরাতে মৃতদেহ, এক দুই গুনি।


ইহলোক পরলোক,মহাকাশ চারী।
পৃথিবীর দ্বারে বসে,যমের দূতেরা।
বিনাশে আহুতি হোক,শ্রীকৃষ্ণ মুরারী
প্রতিশোধে ক্ষিপ্ত কেন,তোমার ভক্তেরা?


দুর্ভেদ্য প্রাচীর ভাঙে,পৃথিবী তনয়।
শোষণের রাত বাড়ে, কঠিন সময়।