।।কৃষ্ণ প্রেম।।
দেবপ্রসাদ জানা
২২.১১.২০২০


কানাই তোর বাঁশির সুরে রাধা কাঁদে
কদম গাছের তলে। হারিয়ে কলস,
হা কৃষ্ণ, হা কৃষ্ণ, নীল যমুনার বাঁধে,
কেমনে সে ফেরে ঘরে,কাটিল দিবস।


ভেসেছে কলস,নীল যমুনার বুকে -
দুষ্টু কানাই বাজাল বাঁশি আচম্বিতে,
রাধা তাই খোঁজ করে ভোরবেলা তাকে।
যমুনা নদীর তীরে,কদম তলাতে।


জ্বালায় কৃষ্ণ,সকাল বিকাল,হেথায়
কৃষ্ণ প্রেমে রাধারানী,পাগল হয়েছে
সকাল হতে শ্যামের,বাঁশি বেজে যায়।
উথালি পাথালি মনে,শরম গিয়েছে।


বিশুদ্ধ প্রেমের ছোঁয়া,লেগে গেছে হায়,
রাধা রাধা করে কৃষ্ণ,যমুনাতে যায়।