কুনুই আমার এমন চামার
এমনতর রোগ।
এদের নিয়ে সকাল বিকেল
শুধুই দূর্ভোগ।
উঠলে বাসে দুই কুনুই এ
লড়াই লেগে যায়।
ভিড়ের মাঝে রমনীদের
কোমর খুঁজে পায়।
বেঁটে খাটো হরেকরকম
নারীরা তো আছে।
ঘুরে ফিরে সবার মাঝে
কুনুই তাদের কাছে।
একটু আধটু খোঁচা দিয়ে
ভারি আনন্দ।
উঠতে নামতে কুনুই দুটোর
দারুন পছন্দ।
ট্রেনের ভিড়ে চাপাচাপি
দারুন লাগে ঠেলা।
ভিড়ের মাঝে কুনুই দুটোর
দারুন চলে খেলা।
দুষ্টুলোকের দুষ্টু কর্মের
জবাব দিতে পারে।
কুনুই দুটোর মিষ্টি খোঁচায়
লোকে রাস্তা ছাড়ে।
গালে হাত দিতে গেলে
কুনুই দাও টেবিলে।
একটা সেল্ফি নিতে পারো
দারুন হবে বলে।
সুকান্ত বাবুর ছবি দেখো
কেমন ভালো লাগে।
তাকে দেখেই মনের মাঝে
গনতন্ত্র জাগে।
কুনুই দুটোর কপাল ভালো
কত আমেজ তাদের।
আলতো ছোঁয়ার মুধুর স্মৃতি
জাগে দেখো ওদের।
এতো গেল স্বর্নালী দিন
মিষ্টি মুধুর সময়।
পড়া আগেই পড়ে কুনুই
চোটটা তারই হয়।
রেগে গেলে কুনুই দুটো
গুঁতোয় গরুর মতো।
চারিদিকের হ্রিংস্বচিতা
জব্দ হবে যতো।
কুনুই আমার চামার তবু
আমায় রক্ষা করে।
তার কারনেই বউবাচ্চা
ভিড়ে চলতে পারে।
কুনুই হলো রক্ষা কবজ
কুনুই আমার ঢাল।
কুনুইটা যে নানান ভাবে
বদলে দেবে চাল।